বাংলা টাইপিং টিউটোরিয়াল কোর্সে বিগিনারদের জন্য সহজে বাংলা টাইপিং করার জন্য পূর্নাঙ্গ গাইডলাইন থাকবে। যেখানে সহজেই অভ্র কিবোর্ড ব্যবহার করে কম্পিউটারে বাংলা টাইপিং করতে পারবে। শুরুতে নতুনদের অনেক প্রশ্ন থাকে কোন কিবোর্ড ব্যবহার করবে এবং এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কম্পিউটারে সাধারনত আমরা সহজেই ইংরেজি লিখতে পারে কিন্তু বাংলা লিখতে পারিনা, এই অভ্র কিবোর্ডের সাহায্যে সহজেই বাংলা লিখা যায় এমনকি যারা ইংরেজি লিখতে পারে তারাই অভ্র দিয়ে বাংলা লিখতে পারবে। যদি আপনি কম্পিউটারে ইংরেজি টাইপ না করতে পারেন তাহলে প্রথমে আমদের ইংরেজি টাইপিং কোর্স টি করতে পারেন।