কোন কোডিং নলেজ ছাড়াই এবং একদম নতুন অবস্থাতেও এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করে গুগল প্লে স্টোরে পাবলিশ করে আয় করা যায়। হ্যা অবাক করার মত হলেও এটিই বাস্তব। আমরা প্রতিনিয়ত গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করি এবং এইগুলো কোন একজন ডেভেলপার তৈরি করেছে, ভাবুন তো বিষয়টা কেমন হয়, আপনি যদি নিজে একটি অ্যাপ কোডিং নলেজ ছাড়াই তৈরি করে গুগল প্লে স্টোরে পাবলিশ করেন এবং অন্যান্য রা এটা ইন্সটল করে ব্যবহার করলো এবং একই সাথে আপনার ইনকাম হলো।

বাংলা ভাষায় এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স যেখানে কোডিং নলেজ ছাড়াই এবং নতুন অবস্থা থেকে শুরু করার পূর্ণাঙ্গ গাইডলাইন এখানে শেয়ার করবো ইনশাআল্লাহ। আপনি এখান থেকে জানতে পারবেন অ্যাপ ডেভেলপমেন্ট এর ব্যাসিক থেকে এডভান্সড যেখানে অ্যাপ তৈরি করা, পাবলিশ করা, এবং সেখান থেকে ইনকাম করা।