অনলাইনে ইনকাম করার সবচেয়ে সহজ এবং জনপ্রিয় মাধ্যম হচ্ছে ব্লগিং, কারণ ব্লগিং এর জন্য বিশেষ কোন রিকোয়্যারমেন্ট নাই এবং অল্প সময় দিয়ে যে কোন শ্রেণী বা পেশার মানুষ এখান থেকে আয় করতে পারে। অল্প সময় দিয়ে যে কোন ব্যক্তি অনলাইনে ব্লগিং করে ইনকাম করতে পারে। এর জন্য শুধু প্রয়োজন একটি ডিভাইস, ইন্টারনেট কানেকশন এবং নির্দিষ্ট বিষয়ে দক্ষতা। এখানে আপনি যেকোন বিষয় নিয়ে ব্লগিং করতে পারেন। এর বড় সুবিধা হচ্ছে আপনি ইতোমধ্যে যে বিষয়ে ভালো জানেন সেই বিষয়ে ব্লগিং শুরু করতে পারেন এবং আন্তর্জাতিক ভাবে অডিয়েন্স টার্গেট করে কাজ করতে পারেন ঘরে বসে।

ব্লগিং শব্দটি সম্পর্কে অনেকেই জেনে থাকবেন তবে ব্লগিং সম্পর্কে সম্পূর্ণ তথ্য অনলাইনে গুচ্ছ বা একত্রে পাওয়া দূর্লভ। আমরা আপনাদের সাথে ব্লগিং সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত জানাবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা ব্লগিং সম্পর্কে সাধারণ কিছু  প্রশ্নের উত্তর জানবো।

ব্লগিং মানে কি?

ব্লগিং হচ্ছে কোন লেখা অনলাইনে শেয়ার করা, যেমন আপনি রান্না করতে জানেন তাহলে আপনি রান্নাবান্নার যত রেসিপি আছে সব অনলাইনে শেয়ার করতে পারেন এবং এখান থেকে আপনি আয় করতে পারেন। অনুরুপ আপনি ভ্রমন করতে জানেন বা ভ্রমন সম্পর্কে জানেন তাহলে আপনি ভ্রমণ সম্পর্কে লিখে আয় কররে পারেন। অনেকেই মনে করতে পারেন ভিডিও ব্লগ কেমন বা আমরা এই সম্পর্কে এখানে আলোচনা করব কিনা? আমরা ভবিষ্যতে ভিডিও ব্লগিং নিয়ে আলোচনা করতে পারি যেটা হবে ভল্গিং কিন্তু আমরা এই কোর্সে আলোচনা করবো ব্লগিং সম্পর্কে যেখানে আপনি অনলাইনে লিখে আয় করতে পারবেন। আমরা আলাদা একটি পোস্ট লিখে শেয়ার করবো ব্লগিং এর সুবিধা সমূহ এবং ভিডিও ভল্গিং এর অসুবিধা সমূহ। আপনি এইটা নিশ্চিত থাকতে পারেন যে ব্লগিং এর সুবিধা বহুগুল বেশি এবং সবার জন্য এটা উপযুক্ত ও সহজ মাধ্যম।

আমি হলফ করে বলতে পারি নতুনরা মনে করে অনলাইনে লিখে আয় করার জন্য অনেক কঠিন পদক্ষেপ নিতে হয় বা ওয়েবসাইট তৈরি করার জন্য অনেক পরিশ্রম ও জ্ঞানের প্রয়োজন হয়। আপনি নিশ্চিত থাকুন আমরা এই কোর্সে শেয়ার করবো কিভাবে শুন্য জ্ঞান নিয়ে এবং অনলাইনে একদম নতুন হওয়া সত্বেও কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয়। আমরা অনলাইনে যত ওয়েবসাইট দেখি তার ৬৩% বিনামূল্যের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে যার নাম ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হচ্ছে ওপেন সোর্স সি এম এস যা সবাই বিনামূল্যে ব্যবহার করতে পারে। এছাড়াও আরো অনেক ফ্রী সিএমএস রয়েছে। আপনি ধারনা রাখুন যে অনলাইনে লাখো কোটি ওয়েবসাইটের ৬৩% এর অধিক ওয়েবসাইট বিনামূল্যে তৈরি। এখন আপনার ভয় হতে পারে এই ওয়েবসাইট তৈরি করা সম্পর্কে চিন্তা করলে। আপনি নিশ্চিত থাকুন একটা ওয়েবসাইট ২ মিনিটে তৈরি করা যায় এবং এইটা এতটাই সহজ যে কেউ পারবে। চলুন আমরা কাজের কথা আসি।

বিনামূল্যে ব্লগিং শুরু করা যায় এবং আয় করা যায় তবে অধিক আয় করার জন্য আমরা প্রিমিয়াম ডোমেইন এবং হোস্টিং কিনে ব্লগিং শুরু করতে পারি কারন নিয়মিত আয়ের পাশাপাশি ভবিষ্যতে এটি সম্পদের ন্যায় বিক্রি বা মালিকানা পরিবর্তন করা যায়। আপনি চাইলে বিনামূল্যে শুরু করতে পারেন। আমরা বিনামূল্যে কিভাবে শুরু করা যায় এবং ডোমেইন হোস্টিং কিনে কিভাবে করা যায় তা উভয়ই শেয়ার করবো। পরবরতিতে আমরা এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবো।

ব্লগিং করে কত টাকা আয় করা যায়?

ব্লগিং করে কত টাকা আয় করা যায় নতুনদের মধ্যে এমন প্রশ্ন অনেক। ব্লগিং করে আপনি মাসে যেই পরিমাণ চান ঠিক সেই পরিমাণ আয় করতে পারেন। তার জন্য শুধু আপনাকে সেই সমপরিমান পরিশ্রম করতে হবে। এখন প্রশ্ন থাকতে পরিমাণ কতো হতে পারে সাধারণ ব্লগিং এর ক্ষেত্রে। ব্লগিং থেকে আপনি মাসে ৪০ হাজার টাকা আয় করতে পারেন। চলুন আমরা একটি উদাহরণ দিবো এবং উদাহরণ অনুযায় আপনি এর থেকে কম প্রগ্রেস করলে ১০ হাজার টাকা বা তার কম আয় করতে পারেন আবার এর থেকে বেশি প্রগ্রেস করলে ১ লাখ বা তার বেশি আয় করতে পারেন।

ব্লগিং করার জন্য কি কি প্রয়োজন?

ব্লগিং করার জন্য সাধারনত প্রবল ইচ্ছা শক্তি ও অধ্যবসায় থাকতে হয় এবং এটা প্যাসিভ ইনকাম হওয়ার এর জন্য ধৈর্য্য থাকা আবশ্যক। কি কি প্রয়োজন এটার উত্তর চলুন নিচে দেখি।

  1. একটি ডিভাইস যেমন, মোবাইল, ট্যাবলেট, বা কম্পিউটার
  2. ইন্টারনেট সংযোগ
  3. নির্দিষ্ট কাজ বা নিশ এর দক্ষতা

কে বা কারা ব্লগিং করে আয় করতে পারবে?

অনলাইনে আয় করার জন্য শত শত উপায় আছে তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে ব্লগিং। ব্লগিং করতে পারে যেকোন পেশাজীবির মানুষ যেমন যেকোন চাকরির পাশাপাশি, একজন গৃহিনী, একজন ছাত্র, বা একজন বেকার।

চলুন আমরা এবারে জানবো ব্লগিং কোর্স সম্পর্কে। ইতোমধ্যে আপনার ব্লগিং সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছেন। আমরা এই কোর্সে ব্লগিং এর জন্য একটা আলটিমেট গাইডলাইন শেয়ার করবো সম্পূর্ণ বিনামূল্যে। আমরা আত্ববিশ্বাসের সাথে বলতে পারি বাংলা ভাষায় এমন কোর্স টাকা দিয়েও কিনতে পারবেন না। আমরা এই কোর্সে ব্লগিং কোর্সে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে গাইডলাইন শেয়ার করবো যার মাধ্যমে আপনি যদি অনলাইনে একদম নতুন হন তবুও আপনি এটি থেকে শিখতে পারবেন। এটি একটি বিগিনার টু এডান্সড কোর্স।

Copyright Disclaimer:
All the Content of this Website is Copyrighted to “Rajib is here.” Without Permission, Copying and Sharing the Content on the Website, Social Media, and Online Platforms is prohibited.