ফটোগ্রাফি থেকে আয় করা যায় এমন বিষয়টি এখনো অনেকের অজানা। আপনি জেনে অবাক হবেন যে ফটোগ্রাফি থেকে আয় করার জন্য অনেক উপায় রয়েছে এবং এখানে আয় করা সহজ। তবে এখানে মূল বিষয় হচ্ছে ভালো ফটো, যারা প্রফেশনাল ফটোগ্রাফার এবং এইটা যাদের প্যাশন তারা কিন্তু এই কাজটাকেও সহজ মনে করে। একটা অর্থপূর্ন ছবি হলেই মার্কেটে বিক্রি করা এবং একটা ভালো ছবি প্রতিনিয়ত বিক্রি হতে থাকে তাই এখানে আয়ের কোন লিমিট নেই।

আমরা এই কোর্সে শেয়ার করবো ফটোগ্রাফি থেকে আয় করার সম্পূর্ন গাইডলাইন। আমরা ছবি সম্পর্কে সকলেই জানি তবে মার্কেটে বিক্রির জন্য আমাদের অর্থপূর্ন ছবি থাকতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ন সুবিধা হচ্ছে মার্কেটে বিক্রি ছাড়াও একাদিক উপায়ের আয় করা সুযোগ রয়েছে। আপনি জেনে আনন্দিত হবেন যে একই সাথে একাদিক উপায়ে আয় করার সহজ মাধ্যম এর থেকে পাওয়া দূর্লভ। তো চলুন শুরুতে জেনে নেই কিভাবে ফটোগ্রাফি আয় করা যায় এবং এ থেকে আয় করার উপায় কি কি?

ফটোগ্রাফি থেকে আয় করার উপায়সমূহঃ

  1. স্টক ফটো বিক্রয়
  2. ফ্রিল্যান্স ফটোগ্রাফি
  3. ফটোগ্রাফি প্রিন্ট বিক্রয়
  4. ব্লগ এবং স্যোসাল মিডিয়া
  5. ফটোগ্রাফি প্রশিক্ষণ
  6. লাইসেন্সিং
  7. ডোনেশন

আশা করি জেনেছেন এখান থেকে আয় করাটা তুলনামূলক সহজ এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে একজন ফটোগ্রাফের একই সাথে উপরোক্ত ৭ টি উপায় আয় করতে পারে। আপনি এবার বলুন একসাথে ৭ টি উপায়ে আয় করা যায় আর কোন কাজ করে? এখানে মনে রাখতে হবে সহজেই ৭ টি উপায়ে আয় করার জন্য নিজেকে প্রফেশনাল এবং দক্ষ ফটোগ্রাফার হিসেবে গড়ে তুলতে হবে।

ফটোগ্রাফার হওয়ার জন্য প্যাশন থাকা জরুরি কেননা আপনার ইচ্ছা নেই এমন কাজ আপনি বেশিদিন করতে পারবেন না, এবং খুব বেশি আয় ও করতে পারবেন না। এখানেই মজার বিষয় যে যাদের আয় করার উদ্দেশ্যে ফটোগ্রাফি করে তাদের জন্য আয় করা কিছুটা কঠিন হতে পারে তবে যাদের প্যাশন আছে বরং যারা আয় করা যাদের মূখ্য বিষয় না বরং তারাই এখানে বেশি আয় করতে পারে এবং একই সাথে একাদিক উপায় আয় করার সুযোগ থাকায় তাদের আয়ের পরিমান যথেষ্ট ভালো হয়।

চলুন এবার জেনে নেই ফটোগ্রাফি থেকে আয় করার উপায়গুলোর বিস্তারিত। আপনি উপায়সমূহের বিস্তারিত জানলে আরো অবাক হবেন যে এটিই সত্যিই সহজ এবং একই সাথে একাদিক উপায়ে আয় করা যায়।

১. স্টক ফটো বিক্রয়

অনলাইনে অনেক স্টক মার্কেট আছে যেখানে আপনি ছবি রাখবেন এবং মার্কেট থেকে ক্রেতা ছবি ক্রয় করবে এবং আপনি এর কমিশন পাবেন। জনপ্রিয় কিছু স্টক ফটো মার্কেট যেমন সাটারস্টক, এডোবি স্টক, গেটি ইমেজ, ফ্রীপিক, আইস্টক ইত্যাদি। আপনাকে একটি ধারনা দিচ্ছি যে এই মার্কেট টা কত বড়? সাটারস্টকে প্রায় ৭ কোটি মানুষ প্রতি মাসে ভিজিট করে। এরকম মার্কেট আছে অনেক তাদের মধ্যে যদি আপনি শীর্ষ ১০ টা মার্কেটের কথা চিন্তা করেন তাহলে কি পরিমান ক্রেতা হতে পারে আপনি বুঝে নিন। শুধু এখানে শেষ নয়, কারন আয় করার জন্য আরো ৬ টি উপায় রয়েছে।

পর্যায়ক্রমে আমরা সবগুলো উপায় সম্পর্কে জানবো এবং এই কোর্সের পরবর্তি লেসনগুলোতে আরো বিস্তারিত জানবো।