
ইউটিউব কোর্সঃ ইউটিউব থেকে আয় করার জন্য একটি সম্পূর্ণ গাইডলাইন
ইউটিউব থেকে আয় করা যায় এমন কথাটি আমরা প্রায় সকলেই জানি কিন্তু কিভাবে আয় করা যায় বা কত টাকা আয় করা যায় তা কি জানি?
ইউটিউব থেকে কে বা কারা আয় করতে পারবে? কিভাবে শুরু করা যায় এবং কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এই সম্পর্কে অনেকে না জেনেই ইউটিউব থেকে ইনকাম করার জন্য নেমে পড়ে। আর তাই তো এখন ঘরে ঘরে ইউটিউবার কিন্তু ঘরে ঘরে কি সত্যি আয় হয়? ৯০ ভাগ বা তার বেশি মানুষ কোন স্টাডি ছাড়াই বা কোন গাইডলাইন ছাড়াই শুরু করে।
অনেক সময় ইউটিউব থেকে সফলতার জন্য অনেক স্টোরি শুনতে পায় যেমন মাসে ১ লাখ টাকা ইনকাম ইত্যাদি কিন্তু এরকম স্টোরি কি সবার বেলায় হয় নাকি ১০০ তে ১০ জন? হয়তো সবাই ১০ জন এর মধ্যে একজন হতে চাইবে কিন্তু বাকি ৯০ জনের মধ্যে কে যাবে? অর্থাৎ ৯০ ভাগ ব্যর্থ হবে ইনকাম করার জন্য যদি না তারা কোন গাইডলাইন ফলো করে, যদি না স্টাডি করে। এইটা একটা সাধারন তথ্য এবং আপনি এটা নিয়ে রিসার্চ করলে এরকম অনাকাংক্ষিত তথ্য পেতে পারেন।
ইউটিউব থেকে আয় করার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। যেখানে আপনারা ইউটিউব জার্নি কিভাবে শুরু করবেন? এইটা কে কারা শুরু করতে পারে? কোন চ্যানেলের জন্য ইনকাম কেমন হতে পারে? কিভাবে একটি প্রফেশনাল চ্যানেল বিল্ড করা যায়, কিভাবে এই প্রতিযোগিতায় টিকে থাকতে হয় এবং সর্বোপরি ইউটিউব থেকে প্রফেশনাল ইনকামের আল্টিমেট গাইডলাইন শেয়ার করা হবে ইনশাআল্লাহ। আমি আত্ববিশ্বাসের সাথে বলতে পারি বাংলা ভাষায় বিনামূল্যে ইউটিউব থেকে আয় করার পূর্ণাঙ্গ গাইডলাইন আপনি অনলাইনে পাবেন না, এমনকি টাকা দিয়েও পাবেন না। আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ৮ বছরের অভিজ্ঞতার আলোকে তৈরিকৃত গাইডলাইন।
চলুন শুরুতে ইউটিউব এবং এটি থেকে ইনকাম সম্পর্কে একটু জেনে আসি।
ইউটিউব হচ্ছে বিশ্বের সর্ববৃহত ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেখানে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর রা স্বাধীনভাবে নিজ নিজ কন্টেন্ট ইউটিউবের মাধ্যমে শেয়ার করে থাকে এবং ইউটিউব বিনাম্যূল্যে মানুষকে এই ভিডিও স্ট্রিমিং করতে সাহায্য করে। যেহেতু বিনামূল্যে সবাই ভিডিও দেখতে পারে তাই এর জন্য ব্যবহারকারীকে বিজ্ঞাপন দেখতে হয়। যেহেতু ভিডিওর মালিক ইউটিউব কতৃপক্ষ না বরং ক্রিয়েটর তাই তারা বিজ্ঞাপনের একটা শেয়ার ক্রিয়েটর কে দেয়। কি পরিমান শেয়ার দেওয়া হয় এবং কিভাবে এটি কাজ করে তা আমরা আলাদা পোস্টে শেয়ার করবো। বিজ্ঞাপন ছাড়াও ইউটিউবের মাধ্যমে আয় করা যায়। চলুন ইউটিউব থেকে আয় করার উপায়গুলো এক নজরে দেখে আসি।
ইউটিউব থেকে আয় করার উপায়ঃ
- ইউটিউব পার্টনার প্রোগ্রাম
- শপিং
- চ্যানেল মেম্বারশিপ
- সুপারচ্যাট
- সুপার স্টিকার
- সুপার থ্যাংকস
- ইউটিউব প্রিমিয়াম
এছাড়াও ইউটিউব ব্যবহার করে বিভিন্ন উপায়ে আয় করা যায় যেটা অনেকেরই অজানা। এমনকি অনেকেই আছে তাদের ধারণা ইউটিউব থেকে আয় করা জন্য ভিডিও তৈরি করতে হবে বা শুধু বিজ্ঞাপন থেকেই আয় হবে। আপনি জেনে অবাক হবেন যে ভিডিও তৈরি করা ছাড়াও ইউটিউব ব্যবহার করা আয় করা যায় এবং বিজ্ঞাপন ছাড়াও অনেক মাধ্যম আছে।
ইউটিউবের মাধ্যমে আয়ের উপায়ঃ
- ডিজিটাল মার্কেটিং
- এফিলিয়েট মার্কেটিং
- ফ্রীল্যান্সিং
পরবর্তিতে আমরা এইসব বিষয় সম্পর্কে বিস্তারিত আকারে জানতে পারবো।