বাস্তবিক জিবনে ইনকাম করার জন্য যেমন বিভিন্ন উপায় আছে তেমনি অনলাইনেও ইনকাম করার বিভিন্ন উপায় আছে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় স্থানীয় লোকজন কিভাবে ইনকাম করে? তাহলে এর উত্তর হবে উৎপাদন করে, বিক্রি করে বা সেবা প্রদান করার মাধ্যমে ইত্যাদি। আপনি জেনে অবাক হবেন যে অনলাইনেও অনুরুপ কাজ করে আয় করা হয়। অনলাইনে কিভাবে ইনকাম করা যায়? এই প্রশ্নের বিস্তারিত উত্তর শেয়ার করবো এই পোস্টের মাধ্যমে।
অনলাইনে আয় শুরু করার জন্য প্রথমে একটি সেক্টর নির্বাচন করতে হবে এবং সেই সেক্টরেরে নির্দিষ্ট একটি কাজে দক্ষতা অর্জন করতে হবে। এই দক্ষতা কাজে লাগিয়ে একাদিক উপায়ে আয় করতে পারবেন। বাস্তবিক জিবনে একটি দক্ষতা থেকে একাদিক উপায়ে আয় করা কঠিন কিন্তু অনলাইনে একই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিভিন্ন উপায়ে আয় করা সহজ। কিভাবে একটি সেক্টরে নির্বাচন করবেন এবং দক্ষতা অর্জন করবেন একই সাথে আয় করবেন তা নিয়ে আমরা আলোচনা করবো। অনলাইনে আয় করার জন্য অসংখ্য উপায় রয়েছে তাই আমরা এই পোস্টে কয়েকটি উদাহরণ দিয়ে জানবো এবং পরবর্তিতে প্রতিটি সেক্টরে দক্ষতা অর্জন এবং আয় সম্পর্কে জানবো।
আমরা বিগিনার লেভেল থেকে এডভান্সড লেভেলের গাইডলাইন শেয়ার করবো ইনশাল্লাহ। এতে করে আপনি অনলাইনে আয় শুরুর আগের বিষয় এবং পরের বিষয় সহ আয় করা নিয়ে বিস্তারিত জানতে পারবেন। অনলাইনে আয় বা ফ্রীল্যান্সিং বিষয়ে বিগিনারদের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর অনলাইন ইনকাম গাইড ক্যাটাগরিতে দেওয়া হয়েছে।
অনলাইনে কিভাবে ইনকাম করা যায়?
অনলাইনে কিভাবে ইনকাম করা যায় এমন প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয় তবে আমরা এর যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করবো। চলুন জেনে নেওয়া যাক কিভাবে অনলাইনে আয় করা যায়?
অনলাইনে আয় করার পূর্বশর্ত হচ্ছে নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন এবং সেই দক্ষতা কাজে লাগিয়ে অনলাইনে আয় করতে হয়।
(কোন দক্ষতা অর্জন করবেন এবং সেই দক্ষতা কে কাজে লাগিয়ে অনলাইনে কিভাবে আয় করা যায় তা পরবর্তি পোস্টগুলোতে জানতে পারবেন। )
সাধারণ অর্থে আমরা বলতে পারি অনলাইনে আয় করা যায় উৎপাদন করার মাধ্যমে* , সেবা প্রদান করার মাধ্যমে*, বিক্রি করার মাধ্যমে*, ইত্যাদি।
চলুন এই বিষয়ের ব্যাখ্যা ও উদাহরণ জানা যাক, এই পোস্টের পরবর্তি অংশে আমরা অনলাইনে ইনকাম করার ক্ষেত্র গুলো জানবো।
উৎপাদন করার মাধ্যমে
*উৎপাদন করার মাধ্যমে বলতে যা বুঝায়ঃ
বাস্তবিক জিবনে আমরা কৃষি বা শিল্প ইত্যাদি উৎপাদন করে আয় করতে পারি তাহলে অনলাইনে উৎপাদন বলতে কি বুঝায়?
অনলাইনে উৎপাদন বলতে বুঝায় কোন সফটওয়্যার তৈরি (যেমন অনলাইনে সফটওয়্যার, মোবাইল/কম্পিউটার/ওয়েব এপ্লিকেশন ইত্যাদি), কন্টেন্ট তৈরি (যেমন ইউটিউব/ফেসবুকো/বিভিন্ন স্যোসাল মিডিয়াতে ভিডিও/কন্টেন্ট তৈরি, ব্লগ বা এপ্লিকেশনে কন্টেন্ট তৈরি) এই পোস্টের পরবর্তি অংশে অনলাইন আয়ের সেক্টর গুলোতে অনেক তথ্য জানতে পারবো।
(আপনি লেখাটি ওয়েবসাইটে পড়তেছেন এবং এই কন্টেন্ট বা লেখাটিও ওয়েবসাইটের জন্য উৎপাদন বা তৈরি করা হয়েছে। )
অনলাইন সেবা প্রদান
*অনলাইন সেবা প্রদান করা বলতে যা বুঝায়ঃ
সাধারণ অর্থে সেবা প্রদানের জন্য একটি উদাহরণ হচ্ছে, একজন শিক্ষক ছাত্রকে শিক্ষাদানের বিনিময়ে সময়ে মূল্য বা পারশ্রমিক নিয়ে থাকে এটি একটি সেবা এবং একই কাজ যদি অনলাইনে করা হয় তাহলে এটি অনলাইনে সেবা প্রদানের মাধ্যমে আয় হবে। শপিংমল বা বাণিজ্যিক হাসপাতালে যেমন বিভিন্ন সেবা দিয়ে আয় করা হয় তেমনি অনলাইনে অনুরুপ সেবা প্রদান করে আয় করা সম্ভব। এবং একই কাজের অনলাইন সেবার জন্য চাকরিতে যোগদান করা যেতে পারে যেটি অনলাইনে সেবা প্রদান হবে। এছাড়া অনলাইন উৎপাদনে হাজার বিষয় রয়েছে সেগুলোর সেবা প্রদান করে আয় করা যায়। পরবর্তি অংশে আমরা অনলাইনে আয়ের সেক্টরগুলো জানবো।
অনলাইনে বিক্রি করা
*অনলাইনে বিক্রি করা বলতে যা বুঝায়ঃ
নিত্য প্রয়োজনীয় পন্যদ্রব্য থেকে শুরু করে যেকোন কিছু আমরা অনলাইনে বিক্রি করে আয় করতে পারি, এখানে আমরা নিজেরা উৎপাদন করে বিক্রি করতে পারি যেমন একটি আম বাগানের আম অনলাইনে বিক্রি করা বা একটি রেস্ট্ররেন্ট এর খাবার অনলাইনে বিক্রি করা। আবার পাইকারি কিনে বা বিদেশ থেকে আমদানি করে অনলাইনে বিক্রি করে আয় করা যায়। বিক্রি করার জন্য মাধ্যম যেমন নিজস্ব ই-কমার্স বা ফেসবুক বা বিভিন্ন ই-কমার্স সাইট।
অনলাইন ইনকামের ক্ষেত্র
এ পর্যায়ে আমরা অনলাইন আয়ের মূল বিষয় জানবো। অনলাইনে আয় করার বিভিন্ন সেক্টর রয়েছে এবং এই সকল সেক্টরে আয় করার জন্য বহু উপায় আছে। চলুন অনলাইন আয় বা ফ্রীল্যান্সিং এর জন্য গুরুত্বপূর্ণ সেক্টরগুলোর নাম এবং আয় সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
অনলাইন ইনকামের ক্ষেত্রসমূহঃ
- গ্রাফিক্স ডিজাইন (Graphics Design)
- ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)
- লেখা এবং অনুবাদ (Writing & Translation)
- ভিডিও এবং এনিমেশন (Video & Animation)
- মিউজিক এবং অডিও (Music & Audio)
- প্রোগ্রামিং এবং টেকনোলজি (Programming & Tech)
- ব্যবসা (Business)
- লাইফস্টাইল (Lifestyle)
- ডাটা এবং সাপোর্ট (Data and Support)
- ফটোগ্রাফি (Photography
- এ আই (AI)
চলুন এবার অনলাইন আয়ের সেক্টর গুলোতে কি কি কাজ আছে কিভাবে আয় করা যেতে পারে তা জেনে নেওয়া যাক।
এই পোস্টের মূল বিষয় হচ্ছে কিভাবে অনলাইনে আয় করা যায়। অনলাইন আয়ের সেক্টরগুলো এবং সেক্টরগুলোর বিভিন্ন কাজ করে আয় করার পূর্ণাঙ্গ গাইডলাইন দেখতে চান এবং অনলাইন ইনকামের সেক্টরগুলো বিস্তারিত বর্ণনা এবং কিভাবে আপনি আয় করতে পারেন তা জানার জন্য অনলাইনে আয় করার উপায় গুলো কি কি ? এবং কিভাবে আয় করবেন? এই পোস্টটি দেখুন।
গ্রাফিক্স ডিজাইন
(আপনি অনলাইন আয়ের জন্য কোন সেক্টর বা কোন কাজ বেছে নিবেন তা নির্দিষ্ট করার পূর্বে এখানে উল্লেখিত সকল সেক্টর সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন)
১. গ্রাফিক্স ডিজাইন (Graphics Design)
অনলাইনে আয়ের ক্ষেত্রে নতুনদের অনেকেরই প্রথম আগ্রহ থাকে গাফিক্স ডিজাইন নিয়ে, কেননা আমরা নিত্যদিন স্যোসাল মিডিয়া, ইন্টারনেট বা বিভিন্ন জায়গায় গ্রাফিক্স কে প্রথম দেখে থাকি।
গ্রাফিক্স ডিজাইন সেক্টরকে কাজে লাগিয়ে বিভিন্ন উপায় আয় করা যায়। গ্রাফিক্স ডিজাইন থেকে আয় করার বহুল জনপ্রিয় উপায় হলোঃ
- ফ্রীল্যান্সিং
- কন্টেস্টে অংশগ্রহণ
- স্টক মার্কেট
- গ্রাফিক্স ডিজাইনার হিসেবে চাকরি
অর্থাৎ আপনি ফ্রীল্যান্সিং বা গ্রাফিক্স ডিজাইন কন্টেস্ট বা স্টক মার্কেট বা ডিজাইনার পদে চাকরি করে আয় করতে পারেন। এখানে মজার বিষয় হচ্ছে আপনি একই সাথে একাদিক উপায়ে আয় করতে পারেন যেমন ফ্রীল্যান্সিং এর পাশাপাশি কন্টেস্টে অংশগ্রহণ বা স্টক মার্কেটে কাজ করা।
গ্রাফিক্স ডিজাইন এর মাধ্যেম আয় করার অনেক উপায় আছে তন্মধ্যে নিম্নোক্ত কাজ গুলো আয় করার জন্য জনপ্রিয়ঃ
- লোগো ডিজাইন
- ওয়েবসাইট এবং অ্যাপ ডিজাইন (ইউ আই/ইউ এক্স / আইকন / ল্যান্ডিং পেজ)
- প্রিন্টিং ডিজাইন (ফ্লায়ার, ব্রশিউর, মেনু, ক্যালেন্ডার, ক্যাটালগ ইত্য্যাদি)
- আইকন ডিজাইন
- ইলাস্ট্রেশন
- ছবি এডিট, ব্যাকগ্রাউন্ড রিমোভ
- ইনফোগ্রাফিক ডিজাইন
- ব্যানার ডিজাইন
- প্যাকেজিং এবং কভার ডিজাইন
- ভেক্টর ডিজাইন
গ্রাফিক্স ডিজাইনের উপরোক্ত কাজের মধ্যে যেকোন একটি কাজ করে আয় করতে পারেন বা চাইলে একাদিক কাজ করেও আয় করা যায়। উপরোক্ত যেকোন একটি বা একাদিক কাজ শিখে আপনি ফ্রীল্যান্সিং বা গ্রাফিক্স ডিজাইন কন্টেস্ট বা স্টক মার্কেট বা ডিজাইনার পদে চাকরি করে আয় করতে পারেন।
আপনি যদি অনলাইন ইনকাম শুরু করতে চান তাহলে আমাদের অনলাইনে কিভাবে আয় শুরু করবেন এই পোসটি দেখতে পারেন।
উপসংহার
এই প্রত্যেকটি সেক্টরে আয় করার জন্য বহু উপায় রয়েছে। যেমন গ্রাফিক্স ডিজাইন দ্বারা আয়ের অনেক মাধ্যম রয়েছে, ডিজিটাল মার্কেটিং এ আয়ের অনেক মাধ্যম রয়েছে। আমরা এই প্রত্যেকটি সেক্টরের আয়ের মাধ্যম বা উপায় গুলো আলাদা আলাদা পোস্টের মাধ্যমে জানবো।
অনলাইনে আয় করার জন্য আমরা বিনামূল্যে সিরিজ প্রকাশ করেছি। আমাদের ফ্রী কোর্স সেকশন দেখুন।
পরবর্তি পোস্টগুলোতে আমরা জানবোঃ
– অনলাইনে আয় করার সুবিধা ও অসুবিধা
– অনলাইনে আয় করার জন্য কি কি প্রয়োজন
I benefited from this content