ব্লগ থেকে আয় একটি জনপ্রিয় মাধ্যম। বিশ্বব্যাপী প্যাসিভ ইনকামের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত মাধ্যম হচ্ছে ব্লগ। কারণ ব্লগ থেকে স্বাধীনভাবে এবং খুব সহজে অধিক আয় করা সম্ভব।
আশা করছি আপনি জানেন অনলাইনে কিভাবে আয় করা যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে ব্লগ থেকে আয় করা যায়।
ব্লগ থেকে আয়
ব্লগ থেকে আয় করার অনেক উপায় রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য উপায় জেনে নিই।
ব্লগ থেকে আয়ের উপায়ঃ
- বিজ্ঞাপন
- অ্যাফিলিয়েট মার্কেটিং
- সাবসক্রিপশন
- অন্যান্য উপায় থেকে আয়
ব্লগ থেকে আয় করার জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত মাধ্যম হচ্ছে বিজ্ঞাপন। আমরা এই কোর্সের মাধ্যমে শেয়ার করবো কিভাবে আপনি বিজ্ঞাপন, অ্যাফিলিয়েট মার্কেটিং, সাবস্ক্রিপশন থেকে আয় করবেন।
বিজ্ঞাপন থেকে আয়
একটি ব্লগে কন্টেন্ট এর পাশাপাশি অনেক স্পেস বা জায়গা থাকে যেখানে আমরা বিজ্ঞাপন প্রদর্শন করতে পারি। আপনার অনেকেই দেখে থাকবেন বিভিন্ন ব্লগ/নিউজ/ম্যাগাজিন সাইটে লেখা/ছবি/কন্টেন্ট এর সাথে বিজ্ঞাপন ও প্রদর্শিত হচ্ছে। নতুনদের জন্য বিজ্ঞাপন বিষয়টি সম্পর্কে ধারণা দেওয়া যাক।
আমরা বাস্তবিক জিবনে কোথায় কোথায় বিজ্ঞাপন দেখতে পায়? সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেখতে পায় টিভিতে, এছাড়া রাস্তার পাশে, বিভিন্ন যানবান যেমন বাস, ট্রেন, লঞ্চ ইত্যাদি স্টেশনে। অর্থাৎ যেখানে জন সমাগম আছে সেখানেই বিজ্ঞাপন দেখনো হয়।
অনুরুপ অনলাইনে যেখানে ভিজিটর বা ট্রাফিক রয়েছে সেখানেই বিজ্ঞাপন প্রদর্শিত হয়। আমরা ইউটিউব, ফেসবুক, বা নিউজপেপার পড়ার সময় অনলাইন বিজ্ঞাপন দেখতে পাই। আপনি যদি একটি ওয়েবসাইট বা ব্লগ তৈরি করেন এবং সেখানে ভিজিটর নিয়ে আসতে পারেন তাহলে আপনিও সেখানে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারবেন। ব্লগ সাইটে বিজ্ঞাপন দেখানোর জনপ্রিয় মাধ্যম হচ্ছে Google AdSense. আপনারা অনেকেই এডসেন্স সম্পর্কে জেনে থাকবেন। আমরা এই কোর্সে এডসেন্স সহ অন্যান্য এড মিডিয়া নিয়ে আলোচনা করবো।
অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয়
ব্লগ থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করা যায়। ই-কমার্স সাইট বা বিভিন্ন সার্ভিস সাইটে অসংখ্য পন্য বা সার্ভিস থাকে। সেই সকল সাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয়ের অপশন থাকে এবং তারা একটি অ্যাফিলিয়েট লিংক প্রদান করে। এই লিংক ব্যবহার করে যদি কেউ পন্য বা সার্ভিস কিনে তাহলে আপনি কমিশন পাবেন।
যেমনঃ আপনি যদি একটি কিচেন রিলেটেড ব্লগ তৈরি করেন তাহলে আপনি সেখানে বিভিন্ন কিচেন আইটেম এর লিংক দিতে পারেন এবং ভিজিটর যখন আপনার দেওয়া লিংক ক্লিক করে পন্যটি কিনবে তখন আপনি কমিশন পাবেন। ধরুন আপনি অ্যামজন ই-কমার্স সাইটে অ্যাফিলিয়েট হিসেবে জয়েন করেছেন এবং তারা আপনাকে একটি লিংক দিয়েছে, আপনি সেই লিংক আপনার ব্লগের মাধ্যমে প্রমোট করলেন এবং আয় করলেন। আপনার ব্লগে ভালো রাইস কুকার নিয়ে লিখেছেন তখন সেই পোস্টে আপনি একটি ভালো রাইস কুকার অ্যামজন থেকে কেনার লিংক দিলে কেউ সেই লিংক থেকে ভিজিট করে রাইস কুকার কিননে আপনি নির্দিষ্ট পরিমান কমিশন পাবেন।
সাবস্ক্রিপশন থেকে আয়
অনলাইন মিডিয়া, টিভি, অ্যাপ্লিকেশন, সার্ভিস ইত্যাদি যেমন মান্থলি বা ইয়ারলি সাবস্ক্রিপশন সম্পর্কে আমরা জানি। অনুরুপ ভাবে ব্লগেও সাবস্ক্রিপশন যুক্ত করা যায়। এতে কিছু ফ্রী কন্টেন্ট থাকবে এবং প্রিমিয়াম কন্টেন্ট থাকবে, প্রিমিয়াম কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রিপশন নিতে হবে। সাবস্ক্রিপশন এর মূল্য এবং ডিউরেশন বিভিন্ন হতে পারে। অর্থাৎ যারা টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনবে তারাই প্রিমিয়াম কন্টেন্ট দেখতে পারবে। বিভিন্ন ফিচারের জন্যও সাবস্ক্রিপশন যুক্ত করা যেতে পারে যেমন ফ্রী সাইটে বিজ্ঞাপন দেখতে হবে, কেউ যদি চাই বিজ্ঞাপন বন্ধ করবে তাহলে সাবস্ক্রিপশন কিনতে পারে।
অন্যান্য উপায় থেকে আয়
বিজ্ঞাপন, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সাবস্ক্রিপশন ছাড়াও প্রোডাক্ট সেল বা প্রিমিয়াম কন্টেন্ট থেকে আয় করা যায়। যেমন আপনি যদি একটি স্বাস্থ্য এবং ব্যায়াম নিয়ে ব্লগ তৈরি করেন তাহলে সেখানে স্বাস্থ্যকর খাবার এবং ব্যায়াম করার ইকুইপমেন্ট বিক্রি করতে পারেন। বা যেমন আপনি একটি শিক্ষা বিষয়ক ব্লগ তৈরি করেন তাহলে বিভিন্ন গাইড বা সমাধান বিক্রি করতে পারেন বা বিভিন্ন পরিক্ষা প্রস্তুতির প্যাকেজ প্রোগ্রাম বিক্রি করতে পারেন। বা যেমন আপনি একটি চাকরি বিষয়ক ব্লগ তৈরি করেন তাহলে চাকরির প্রস্তুতি মূলক কন্টেন্ট/গাইড বিক্রি করতে পারেন।
(Tips: ব্লগ থেকে আয় করার জন্য একই সাথে একাদিক উপায়ে আয় করা সম্ভব যেমন বিজ্ঞাপন থেকে আয় করার পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করা যায়।)
“ব্লগ থেকে আয়” প্রফেশনাল কোর্স পরিচিতি (A True Ultimate Guide)
এই কোর্সে ব্লগ থেকে আয় করার পূর্ণাঙ্গ গাইডলাইন শেয়ার করবো ইনশাল্লাহ। কিভাবে ব্লগ থেকে আয় করা যায়? কোন ব্লগ থেকে কিভাবে আয় করা যায়? কোন ব্লগ থেকে বেশি রেভিনিউ জেনারেট করবেন? কিভাবে প্রেফেশনাল ক্যারিয়ার গড়বেন? মোবাইল / কম্পিউটার দিয়ে ব্লগ থেকে কিভাবে আয় করবেন? ক্যারিয়ার সাকসেস এবং আয়ের সকল উপায় ইত্যাদি।
ইতোমধ্যে ব্লগ এবং ব্লগ থেকে আয় সম্পর্কে জেনেছেন। আপনি যদি ব্লগ থেকে আয় করা শিখতে চান এবং প্রফেশনাল ক্যারিয়ার গড়তে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য। সম্পূর্ণ বিন্যামূল্যে এবং বাংলা ভাষায় প্রফেশনাল ব্লগিং কোর্স থেকে আপনি ক্যারিয়ার এবং আর্নিং সম্পর্কে এ টু জেড জানতে পারবেন। যদি আপনার ইচ্ছা থাকে তাহলে ধৈর্য্য ও মনোযোগ সহকারে প্রতিটি পর্ব দেখুন। ব্লগ এবং ব্লগ থেকে আয় সম্পর্কিত যত প্রশ্ন আছে তা কমেন্ট সেকশনে জানান।
Nice Article