যারা ব্লগ থেকে আয়ের কথা চিন্তা করেন তাদের মনে একটি সাধারণ প্রশ্ন যে কত ভিউজে কত টাকা/ডলার? এটি একটি জটিল প্রশ্ন কারন এটি নির্ভর করে একাদিক বিষয়ের উপর। কত ভিউজে কত টাকা তা জানার জন্য নির্ভর করে এমন বিষয় গুলো আগে জানতে হবে তবেই আয়ের আনুমানিক ধারণা পাওয়া যাবে। এই পোস্ট শেষে আমরা হিসেব করে বের করতে পারবো ব্লগ থেকে কত আয় সম্ভব।
ব্লগ থেকে আয়ের জন্য বিজ্ঞাপন, অ্যাফিলিয়েট মার্কেটিং বা সাবক্রিপশন মাধ্যম রয়েছে আর এদের প্রত্যকের জন্য আলাদা আয়ের পরিমান বা আলাদা হিসেব করতে হবে। আমরা এই পোস্টে বিজ্ঞাপন থেকে আয়ের আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করবো।
বিজ্ঞাপন থেকে কি পরিমাণ আয় হবে তা নির্ভর করে এড ইম্প্রেশন/ক্লিক এর উপর। পেজ ভিউ হিসেবে কোন আয় হয় না, আয় হয় বিজ্ঞাপন ভিউ/ক্লিক এর উপর। আমরা উদাহরণের মাধ্যমে একটি হিসেব জানবো তার পূর্বে জেনে নেই আয় নির্ভরতা সম্পর্কে। বিজ্ঞাপন থেকে আয়ের পরিমান নির্ভর করে কন্টেন্ট, লোকেশন, বিজ্ঞাপন ধরন ইত্যাদির উপর।
যেমনঃ সাধারণ ব্লগ কন্টেন্ট থেকে শিক্ষা/ইন্সুরেন্স কন্টেন্টে আয়ের পরিমান বেশি আবার একই কন্টেন্ট বাংলাদেশে কম আয় হতে পারে এবং ইউরোপে আয় বেশি হতে পারে, বাংলা কন্টেন্ট থেকে ইংরেজি কন্টেন্টে বেশি আয় হবে।
বাংলাদেশ ভিজিটর থেকে যে পরিমান আয় হবে তার কয়েকগুন বেশি আয় হবে আমেরিকান ভিজিটর থেকে।
(পরবর্তি পর্বগুলোতে আমরা জানবো কোন ব্লগ থেকে এবং কিভাবে বেশি আয় করা যায়)
আমরা ইতোমধ্যে জেনেছি বিজ্ঞাপন থেকে আয়ের নির্ভরতা গুলো। এখন আমরা একটি সাধারণ হিসেব করবো যাতে করে আপনারা আপনাদের ব্লগ কন্টেন্ট, লোকেশন, বিজ্ঞাপন ধরন থেকে আনুমানিক হিসেব বের করতে পারেন।
ধরে নিই, আমাদের একটি ব্লগে এডসেন্স এড রয়েছে এবং এশিয়ান ভিজিটর রয়েছে। প্রতি পেজে ৩ টি বিজ্ঞাপন প্রদর্শিত হলে ১ হাজার ভিউজে ৩ হাজার বিজ্ঞাপন ভিউ/Impression হবে।
এখন CTR যদি ৪% এবং CPC 3 Tk হয় তাহলে আয় হবে ১২০ টাকা। অর্থাৎ ১ হাজার ভিউজে আয় হয়েছে ১২০ টাকা। তাহলে দৈনিক ১০ হাজার ভিউজ হলে আয় হবে ১২০০ টাকা বা মাসে ৩৬০০০ টাকা।
(এখানে CTR বাড়লে আয় বেশি হবে, CPC বেশি হলে আয় বেশি হবে আবার CTR কমলে আয় কম হবে , CPC কমলে আয় কম হবে)
এই হিসেবটি ধ্রুবক নয়, ধরুন CPC 6 Tk হলো তাহলে আয় দ্বিগুন হলো।
এখন একটি প্রশ্ন হতে পারে CPC রেঞ্জ কতো?
CPC বা বিজ্ঞাপন থেকে আয় নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর যা আমরা পূর্বেই জেনেছি। তবে এটি আনুমানিক প্রকাশ করা যায়, যেমন কন্টেন্ট, লোকেশন, বিজ্ঞাপনের উপর নির্ভর করে CPC সর্বনিম্ন ১ টাকা থেকে শুরু করে ১০০ টাকা বা তার অধিক হতে পারে। এখানে সর্বোচ্চ যে কোন পরিমাণ হতে পারে যা ১ টাকা বা ১০০ টাকার থেকে বেশি।
আমরা উপরের উদাহরণে পেয়েছি এশিয়ান ভিজিটর হিসেবে ১ হাজার ভিউজে ১২০ টাকা, দৈনিক ১০ হাজার ভিউজে ১২০০ টাকা এবং মাসিক ৩৬০০০ টাকা।
যদি একই কন্টেন্ট হিসেবে ইউরোপ/আমেরিকার ভিজিটর হয় তাহলে ১ হাজার ভিউজে ৩৬০ টাকা, দৈনিক ১০ হাজার ভিউজে ৩৬০০ টাকা এবং মাসিক ১০৮০০০ টাকা হতে পারে।
(আয় হিসেবের জন্য সূত্র রয়েছে এবং আপনি যে এড মিডিয়া ব্যবহার করবেন সেখানে বিস্তারিত সকল তথ্য পাবেন আয় সম্পর্কে। এখানে একটি সাধারন হিসেব করা হয়েছে ধারণা নেওয়ার জন্য)
আশা করছি ব্লগ থেকে কত টাকা আয় করা সম্ভব তার ধারণা পেয়ে গেছেন। ব্লগ থেকে কি পরিমান আয় করা যায় তা নির্দিষ্ট নয় বরং আপনি যে পরিমান আয় করতে চান তা নির্দিষ্ট করে তদানুয়ায়ী পরিশ্রম করলে সেই পরিমান আয় করতে পারবেন।
Ad Impression, CPC, CTR, RPM লিখে গুগলে সার্চ করলে অধিক তথ্য পাওয়া যাবে।