গেম থেকে বা গেম খেলে আয় করা যায় এই কথাটি আমাদের দেশে এখনো নতুন। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে গেম থেকে সহজে আয় করার অনেক উপায় রয়েছে। তবে গেম থেকে আয় বলতে কোন অ্যাপ ব্যবহার করে আয় বা জুয়া খেলা এমন কিছু আমরা শেয়ার করবো না। অনেকেই না বুঝে এইসব গেম বা জুয়া থেকে আয় করার উদ্দেশ্যে সময় অপচয় করে। আমরা শেয়ার করবো কিভাবে প্রফেশনাল গেমিং ক্যারিয়ার গড়া যায়? এবং গেমিং এর জন্য কি কি প্রয়োজন? কিভাবে একজন প্রফেশনাল গেমার হবেন এবং আয় করবেন।
গেম থেকে আয় করার জন্য একাদিক উপায় আছে যা আমরা এই পোস্টে জানবো। আপনাকে জানিয়ে রাখছি, বর্তমান সময়ে বিশ্বে জনপ্রিয় অনেক গেম/খেলা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফুটবল, ক্রিকেট ইত্যাদি। ফুটবল, ক্রিকেট খেলে দেশ/খেলোয়ার কি পরিমাণ আয় তার ধারণা আপনাদের আছে। যেমন ফুটবল খেলে মেসি, নেইমার, রোনালদো, এমবাপ্পে সহ আরো অনেকেই কি পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে আর তেমনি আয়ও করছে। অনুরুপ ক্রিকেটে বাংলাদেশের সাকিব আল হাসান, ইন্ডিয়ার ভিরাট কোহলি সহ অনেকেই বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে তেমনি আয়ও করছে। আপনি জেনে অবাক হবেন যে, কম্পিউটার/মোবাইলে গেম খেলে অনুরুপ জনপ্রিয়তা এবং আয় করছে বিশ্বের অনেকেই। বাংলাদেশের অনেকেই এখন কম্পিউটার/মোবাইলে গেম খেলে সফলতা অর্জন করেছে।
ই-স্পোর্টস (E-Sports)
বিশ্বে ফুটফল এবং ক্রিকেট সহ অন্যান্য গেমগুলোকে আমরা স্পোর্টস বলি অনুরুপ গেম গুলো যখন আমরা কম্পিউটার/মোবাইলে খেলি তখন তাকে ইলেক্ট্রনিক স্পোর্টস বা ই-স্পোর্টস (E-Sports) বলি। এমনকি এই ফুটবল এবং ক্রিকেট ও কম্পিউটার এবং মোবাইলে খেলা যায়। বর্তমান বিশ্বে এই ই-স্পোর্টস এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আমরা জনপ্রিয় ই-স্পোর্টস গুলোর নাম এবং কিভাবে সেগুলো থেকে অন্যরা আয় করছে এবং কিভাবে আপনি আয় করবেন তার বিস্তারিত এই গেম থেকে আয় কোর্সের মাধ্যমে জানতে পারবেন। বাংলা ভাষায় বিনামূল্যে এই কোর্সটি শেষে আপনি প্রফেশনাল গেমিং ক্যারিয়ার এবং গেম থেকে আয় সম্পর্কে শিখতে পারবেন। এমন একটি পূর্ণাঙ্গ কোর্স বাংলা ভাষায় এবং বিনামূল্যে পাওয়া দূর্লভ, তবু এটা আমাদের চ্যালেঞ্জ বাংলা ভাষায় প্রফেশনাল গেমিং ক্যারিয়ার এবং আয় সম্পর্কে গাইডলাইন শেয়ার করবো। আপনার যদি গেমিং ক্যারিয়ার গড়ার ইচ্ছে থাকে তাহলে ধৈর্য্য এবং মনোযোগ সহকারে কোর্সটি সম্পন্ন করুন।
আমরা প্রথমে জানবো গেম থেকে কিভাবে আয় করা যায়? বিশ্বের জনপ্রিয় গেমগুলোর নাম, কোন দেশে কোন গেম বেশি জনপ্রিয়, কোন গেম থেকে বেশি আয় সম্ভব, মোবাইল এবং কম্পিউটারের জন্য কোন কোন গেম থেকে আয় করা যায় ইত্যাদি। এবং সবশেষে এই কোর্স এর পরিচিতি জানবো।
গেম থেকে কিভাবে আয় করা যায়?
কিভাবে গেম থেকে আয় করা যায় তা জানার পূর্বে প্ল্যাটফর্ম গুলো জেনে নেই, কেননা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্নভাবে আয় করা যায়?
আয় করার জন্য জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্মঃ
- Twitch
- YouTube
- TwitterGaming
- Tiktok
অনলাইনে নতুন বা বিগিনারদের অনেকের ধারণা গেম থেকে আয় করার জন্য শুধু ইউটিউব এবং ফেসবুক রয়েছে কিন্তু আপনি যদি নতুন বা বিগিনার লেভেলের হন তাহলে জেনে অবাক হবেন যে Twitch হচ্ছে একটি জনপ্রিয় গেম স্ট্রিমিং সার্ভিস যা শুধুমাত্র গেম ভিত্তিক স্ট্রিমিং সার্ভিস দিয়ে থাকে। গেম থেকে আয় করার অনেক উপায় রয়েছে তার মধ্যে জনপ্রিয় এবং সহজ কিন্তু অধিক আয় করা সম্ভব এমন উপায়গুলো জানবো। আমরা যদি টুইস, ইউটিউব, এবং ফেসবুক ব্যবহার করে কিভাবে গেম থেকে আয় করা যায় তাহলে একই সাথে জানতে পারবো কিভাবে উক্ত সার্ভিস থেকে আয় করা যায় এবং গেম থেকে আয় করা যায়। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে গেম থেকে আয় করার যায়। যেহেতু এটি একটি প্রফেশনাল গেমিং কোর্স তাই আমরা বিস্তারিত জানবো।
১. Twitch থেকে কিভাবে আয় করা যায়?
Twitch থেকে আয় করা হয় গেম লাইভ স্ট্রিমিং করার মাধ্যমে। Twitch থেকে আয় করার এফিলিয়েট বা পার্টনারশিপ নিতে হয় যার রিকোয়ারমেন্ট খুবই সহজ। গেমিং থেকে আয় করার জন্য যেসকল সার্ভিস রয়েছে যেমন ইউটিউব, ফেসবুক তার মধ্যে টুইচ এর রিকোয়ারমেন্ট ফিলাপ করা সহজ। চলুন জেনে নেওয়া যাক Twitch থেকে কিভাবে আয় করা যায়?
Twitch থেকে আয়ের উপায়ঃ
- Twitch বিটস
- Twitch সাবস
- Twitch বিজ্ঞাপন
- ডোনেশন
- এফিলিয়েট মার্কেটিং
- স্পনসরশিপ
- মার্চেন্ডাইজ
- প্যাটরিয়ন
- টুর্ণামেন্ট
- দর্শক হতে গিফট
এই কোর্সের শুরুতে জানবো কিভাবে গেমিং ক্যারিয়ার গড়া যায় এবং গেম থেকে আয় করা যায় তারপর আলাদা পোস্টের মাধ্যমে বিস্তারিত ভাবে জানবো Twitch সম্পর্কে এবং Twitch থেকে কিভাবে আয় করতে হয়।
২. YouTube থেকে কিভাবে আয় করা যায়?
ইউটিউব থেকে আয় করার জন্য গেম প্লে আপলোড করা যেতে পারে, গেমপ্লে এডিট করে আপলোড করা যেতে পারে এবং লাইভ স্ট্রিমিং করা যেতে পারে। ইউটিউব থেকে আয়ের উপায়সমূহ পরবর্তিতে বিস্তারিত জানতে পারবো, এখন জানবো ইউটিউব থেকে কিভাবে আয় করা যায়?
ইউটিউব থেকে আয়ের উপায়ঃ
- ইউটিউব পার্টনার প্রোগ্রাম (এডসেন্স)
- শপিং
- চ্যানেল মেম্বারশিপ
- সুপারচ্যাট
- সুপার স্টিকার
- সুপার থ্যাংকস
- ইউটিউব প্রিমিয়াম
এই কোর্সের শুরুতে জানবো কিভাবে গেমিং ক্যারিয়ার গড়া যায় এবং গেম থেকে আয় করা যায় তারপর আলাদা পোস্টের মাধ্যমে বিস্তারিত ভাবে জানবো YouTube সম্পর্কে এবং YouTube থেকে কিভাবে আয় করতে হয়।
৩. Facebook থেকে কিভাবে আয় করা যায়?
Facebook থেকে আয় করার জন্য গেম প্লে আপলোড করা যেতে পারে, গেমপ্লে এডিট করে আপলোড করা যেতে পারে এবং লাইভ স্ট্রিমিং করা যেতে পারে। Facebook থেকে আয়ের উপায়সমূহ পরবর্তিতে বিস্তারিত জানতে পারবো, এখন জানবো Facebook থেকে কিভাবে আয় করা যায়?
Facebook থেকে আয়ের উপায়ঃ
- ফেসবুক ইন-স্ট্রিম এডস
- ফেসবুক ব্র্যান্ড কোলাবোরেশন
- ফেসবুক ফ্যান সাবস
- ডোনেশন
- মার্চেন্ডাইজ
- ফেসবুক স্টার
- টুর্ণামেন্ট / স্পেশাল ইভেন্ট
- এফিলিয়েট প্রোগ্রাম
- স্পনসরশিপ
এই কোর্সের শুরুতে জানবো কিভাবে গেমিং ক্যারিয়ার গড়া যায় এবং গেম থেকে আয় করা যায় তারপর আলাদা পোস্টের মাধ্যমে বিস্তারিত ভাবে জানবো Facebook সম্পর্কে এবং Facebook থেকে কিভাবে আয় করতে হয়।
(Pro Tip: গেম থেকে আয় করার জন্য একই গেমপ্লে/স্ট্রিম/ভিডিও ইউটিউব, ফেসবুক, টুইচ ইত্যাদি প্ল্যাটফর্মে আপলোড করা যায় এবং আয় করা যায়।)
“গেম থেকে আয়” প্রফেশনাল কোর্স পরিচিতি (A True Ultimate Guide)
এই কোর্সে গেম থেকে আয় করার পূর্ণাঙ্গ গাইডলাইন শেয়ার করবো ইনশাল্লাহ। কিভাবে গেম থেকে আয় করা যায়? কোন গেম থেকে কিভাবে আয় করা যায়? কোন গেম কোন প্ল্যাটফর্মে বেশি রেভিনিউ জেনারেট করবে? কোন প্ল্যাটফর্মে কিভাবে আয় করতে হয়? কিভাবে প্রেফেশনাল গেমিং ক্যারিয়ার গড়বেন? মোবাইল / কম্পিউটার দিয়ে গেমিং থেকে কিভাবে আয় করবেন? গেমিং ক্যারিয়ার সাকসেস এবং আয়ের সকল উপায় ইত্যাদি।
ইতোমধ্যে ই-স্পোর্টস এবং গেম থেকে আয় সম্পর্কে জেনেছেন। আপনি যদি গেম থেকে আয় করা শিখতে চান এবং প্রফেশনাল গেমিং ক্যারিয়ার গড়তে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য। সম্পূর্ণ বিন্যামূল্যে এবং বাংলা ভাষায় প্রফেশনাল গেমিং কোর্স থেকে আপনি গেমিং ক্যারিয়ার এবং আর্নিং সম্পর্কে এ টু জেড জানতে পারবেন। যদি আপনার ইচ্ছা থাকে তাহলে ধৈর্য্য ও মনোযোগ সহকারে প্রতিটি পর্ব দেখুন। গেমিং রিলেটেড যত প্রশ্ন আছে তা কমেন্ট সেকশনে জানান।