রিদ্মিক কিবোর্ড একটা জনপ্রিয় বাংলা লেখার কিবোর্ড এবং এটি এন্ড্রয়েড স্মার্টফোন এবং আইফোনের জন্য ব্যবহার করা হয়। এই কিবোর্ডটিতে ইউনিকোড ফরম্যাটে বাংলা লেখা যায় যেকোন স্মার্টফোনে। এটি মূলত কম্পিউটারে বাংলা লেখার জনপ্রিয় কিবোর্ড অভ্র এর ফোনেটিক লেয়াউট ব্যবহার করে।
রিদ্মিক কিবোর্ড
অভ্র ফোনেটিক লেআউট দিয়ে কম্পিউটারে বাংলা ইউনিকোড লেখা হয় এবং একি লেআউট দিয়ে স্মার্টফোনে বাংলা ইউনিকোড লেখা হয়। রিদ্মিক কিবোর্ডে বাংলা লে আউট ছাড়াও আরো ইংরেজি, জাতীয় সহ আরো অন্যান্য লেআউট রয়েছে। এখানে পছন্দমতো লেআউট দিয়ে ইংরেজি বা বাংলা লেখা যায়।
স্মার্টফোনে বাংলা লেখার জন্য উল্লেখযোগ্য বেশ কিছু বাংলা কিবোর্ড রয়েছে তবে তাদের মধ্যে রিদ্মিক কিবোর্ড অনেক পুরোনো এবং জনপ্রিয়। আজকে আমরা রিদ্মিক কিবোর্ডের ফিচার, ডাউনলোডের প্রক্রিয়া এবং সেটিংস সম্পর্কে বিস্তারিত জানবো।
রিদ্মিক কিবোর্ডের ফিচার
রিদ্মিক কিবোর্ডের সাহায্যে যেকোন স্মার্টফোনে বাংলা এবং ইংরেজি খুব সহজেই লেখা যায়। আমাদের দেশে সাধারনত স্মার্টফোনগুলোতে ইনবিল্ট কিবোর্ডে শুধুমাত্র ইংরেজি লেখা যায় এবং গুগুল কিবোর্ড যেটা জিবোর্ড নামে পরিচিত সেটা দিয়ে বাংলা ইংরেজি সহ বিভিন্ন ভাষা লেখা যায় কিন্তু বাংলা এবং ইংরেজি লেখার জন্য জনপ্রিয় কিবোর্ড হচ্ছে রিদ্মিক কারন এর বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে। চলুন এর কিছু ফিচার সম্পর্কে জেনে নেই।
রিদ্মিক কিবোর্ডের ফিচারঃ
- বাংলা ইংরেজি সহ বিভিন্ন ভাষায় লেখা যায়
- সহযে এক ভাষা থেকে অন্য ভাষায় সুইচ করা যায়
- জনপ্রিয় লেআউট অভ্র ফোনেটিক দিয়ে বাংলা লেখা যায়
- বাংলা এবং ইংরেজি ভয়েস টাইপিং করা যায়
- ডেটিকেটেড নাম্বার প্যাড রয়েছে
- ক্লিপবোর্ড রয়েছে
- পছন্দমতো থিম সেটাপ করা যায়
- কাস্টমাইজ করার সুবিধা রয়েছে
চলুন এবার কিবোর্ড কিভাবে ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন তা জেনে নেওয়া যাক।
ডাউনলোড
রিদ্মিক কিবোর্ড ডাউনলোড করার জন্য অফিসিয়াল উপায় হচ্ছে স্টোর থেকে ডাউনলোড করা। আপনি যদি এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এবং যদি আইফোন ব্যবহার করে থাকেন তাহলে অ্যাপল এপস্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড প্রসেস দেখে নিই।
রিদ্মিক কিবোর্ড ডাউনলোড প্রক্রিয়াঃ
- প্রথমে গুগল প্লেস্টোরে যাবেন এবং সার্চবারে লিখবেন “Ridmik Keyboard”
- তারপর আপনি প্রথম দিকের সার্চ রেজাল্টে রিদ্মিক কিবোর্ড দেখতে পাবেন এবং সেটিতে ট্যাপ করবেন
- তারপর ইন্সটল বাটনে ট্যাপ করবেন এবং এটি ইন্সটল হতে শুরু করবে
- ইন্টসল শেষে ওপেন করবেন এবং প্রাথমিক সেটাপ সম্পন্ন করবেন
- যাথারীতি অন্যান্য কিবোর্ডের মতো ব্যবহার করুন
চলুন এবার রিদ্মিক কিবোর্ডের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস জেনে নেওয়া যাক।
সেটিংস
রিদ্মিক বাংলা কিবোর্ড কিভাবে এন্ড্রয়েড স্মার্টফোনে ডাউনলোড এবং সেটাপ করবেন তার একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল ভিডিও আমরা প্রকাশ করেছি। আপনি নিচের দেওয়া ভিডিওর মাধ্যমে জেনে নিতে কিবোর্ডটির সেটিংস এবং ব্যবহার সম্পর্কে।
রিদ্মিক বাংলা কিবোর্ড সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট জানাতে পারেন।