Ways to earn money from music

মিউজিক থেকে ইনকাম করার উপায় [প্যাসিভ ইনকাম ও ফ্রীল্যান্সিং ]

এই পোস্টে আমরা মিউজিক থেকে আয় করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছি। বর্তমান যুগে মিউজিকের মাধ্যমে অর্থ উপার্জন করা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।

স্টক মার্কেটে মিউজিক বিক্রি

কিভাবে স্টক মার্কেটে মিউজিক বিক্রি করা যায় তা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। স্টক মার্কেট মূলত এমন একটি বাজার যেখানে আপনার মিউজিক ট্র্যাকগুলি বিক্রি করতে পারেন। ফ্রী তে একটি মিউজিক তৈরি করে সেটি বিক্রি টাকা আয় করা যায়। সাধারণত একটা স্টক মার্কেটে মিউজিক নিয়মিত বিক্রি হয়। আমরা দেখেছি এনভাটো অডিও জাংগল মার্কেটে একট মিউজিক ট্র্যাক প্রায় ৭ কোটি টাকা বিক্রি হয়েছে ইতোমধ্যে এবং এখনো নিয়মিত বিক্রি হচ্ছে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিট ম্যাকিং, মিক্সিং এবং মাস্টারিং করে আয় করতে পারেন।

কোথায় বিক্রি করা যায়

আপনি এই কাজটি শিখে একই সাথে বেশ কয়েকটি স্টক মার্কেটে ব্যাকগ্রাউন্ড মিউজিক বিক্রি করতে পারেন। এক্ষেত্রে সাটারস্টকে এক্সক্লুসিভলি রাখতে হয়। আপনি অডিও জাংগল, সাটারস্টক, পন্ড৫, প্রিমিয়াম বিট এই সকল মার্কেটে বিক্রি করা যায়। এই মার্কেটগুলো উল্লেখযোগ্য তবে এছাড়াও আরো অনেক মার্কেট আছে।

কোন সফটওয়্যার প্রয়োজন

মিউজিক তৈরি করার জন্য অনেক সফটওয়ার আছে যেমন Reaper, Pro tools, Ableton Live, Logic Pro, FL Studio. তবে নতুনদের জন্য FL Studio বেশ জনপ্রিয়। আপনি চাইলে FL Studio দিয়ে শুরু করতে পারেন।

কিভাবে মিউজিক তৈরি করবেন

মিউজিক তৈরি করার জন্য আপনাকে একটি সফটওয়্যার সম্পর্কে ভালোভাবে শিখতে হবে এবং মিউজিক তৈরিতে দক্ষতা অর্জন করতে হবে। এজন্য আপনি ফ্রী কোর্স ও করতে পারেন। মিউজিকের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো কিছুটা ভিন্ন হয়ে থাকে মার্কেট ভেদে তবে কিছু বস্তু সব মার্কেটের জন্য একই। প্রত্যেকটি মার্কেটের আলাদা আলাদা রুলস রয়েছে এবং মিউজিক প্রয়োজনীয়তার রিকোয়ারমেন্ট রয়েছে। যেমন, মিউজিকগুলো ৪৪.১ কিলোহার্জ স্টিরিও মোডে এবং mp3 ফরম্যাট এর হতে হবে।

আপনি এই ভিডিও থেকে মিউজিক তৈরি এবং বিক্রি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আপনার কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন।

Was this page helpful?
YesNo

You May Also Like

Avatar for Rajibul Islam

About the Author: Rajibul Islam

Rajibul Islam is a Content Creator at Rajib is here on Blog and YouTube with sufficient experience in technical, research-based, and creative writing.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *