অনলাইনে ইনকাম করার কত উপায় আছে তা সংখ্যায় প্রকাশ করা কঠিন। আমরা এই পোস্টে অনলাইনে ইনকাম করার জনপ্রিয় উপায়গুলো শেয়ার করব যেগুলো থেকে আপনিও ইনকাম করতে পারবেন। আপনি নতুন হলে “অনলাইনে কিভাবে ইনকাম করা যায়” পোস্টটি আগে দেখুন।
অনলাইনে ইনকাম করার উপায়
অনলাইনে ইনকাম করার উল্লেখযোগ্য উপায় গুলো জেনে নেওয়া যাক।
অনলাইন ইনকামের উপায়ঃ
- গ্রাফিক্স ডিজাইন (Graphics Design)
- ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)
- লেখা এবং অনুবাদ (Writing & Translation)
- ভিডিও এবং এনিমেশন (Video & Animation)
- মিউজিক এবং অডিও (Music & Audio)
- প্রোগ্রামিং এবং টেকনোলজি (Programming & Tech)
- ব্যবসা (Business)
- লাইফস্টাইল (Lifestyle)
- ডাটা এবং সাপোর্ট (Data and Support)
- ফটোগ্রাফি (Photography
- এ আই (AI)
চলুন এবারে এই সকল ক্যাটেগরি বা সেক্টর থেকে কিভাবে ইনকাম করা যায় তা জানি।
১. গ্রাফিক্স ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন থেকে কিভাবে আয় করা যায়? নিম্নে গ্রাফিক্স ডিজাইন থেকে আয় করার বহুল জনপ্রিয় উপায় তুলে ধরা হলোঃ
- ফ্রীল্যান্সিং
- কন্টেস্টে অংশগ্রহণ
- স্টক মার্কেট
- গ্রাফিক্স ডিজাইনার হিসেবে চাকরি
গ্রাফিক্স ডিজাইন এর মাধ্যেম আয় করার অনেক উপায় আছে তন্মধ্যে নিম্নোক্ত কাজ গুলো আয় করার জন্য জনপ্রিয়ঃ
- লোগো ডিজাইন
- ওয়েবসাইট এবং অ্যাপ ডিজাইন (ইউ আই/ইউ এক্স / আইকন / ল্যান্ডিং পেজ)
- প্রিন্টিং ডিজাইন (ফ্লায়ার, ব্রশিউর, মেনু, ক্যালেন্ডার, ক্যাটালগ ইত্য্যাদি)
- আইকন ডিজাইন
- ইলাস্ট্রেশন
- ছবি এডিট, ব্যাকগ্রাউন্ড রিমোভ
- ইনফোগ্রাফিক ডিজাইন
- ব্যানার ডিজাইন
- প্যাকেজিং এবং কভার ডিজাইন
- ভেক্টর ডিজাইন
উপরোক্ত বিষয় ছাড়াও অনেক বিষয় আছে গ্রাফিক্স ডিজাইনে কাজ করার জন্য। আপনি জেনে অবাক হবেন যে এখানে থেকে যেকোন একটি বিষয়ে আপনি কাজ শিখে আয় করতে পারবেন। কিভাবে আয় করতে পারেন তা আমরা শুরুতেই বলেছি।
২. ডিজিটাল মার্কেটিং
৩. লেখা এবং অনুবাদ
উদাহরণ – ১ঃ লেখা এবং অনুবাদ (Writing and Translation) থেকে আয়
লেখা এবং অনুবাদ থেকে আয় করা একটি সহজ আয়ের মাধ্যম। অনলাইনে কিভাবে আয় শুরু করবেন তা বুঝার জন্য সহজ উদাহরণ থেকে জেনে নি।
ধরে নেওয়া যাক আপনি অনলাইনে আয় করার উপায়গুলো সম্পর্কে জেনেছেন এখন আপনি লেখা এবং অনুবাদ থেকে আয় করতে চান। চলুন জেনে নেওয়া যাক লেখা এবং অনুবাদ থেকে কিভাবে আয় শুরু করবেন?
নতুনদের মনে হতে পারে লেখালেখি বা অনুবাদ ছোট সেক্টর বা আয় কম কিন্তু আপনি জেনে অবাক হবেন যে লেখালেখি এবং অনুবাদ থেকে আয় করার অনেক উপায় আছে তার মধ্যে প্রায় ২০ টির অধিক জনপ্রিয় ক্যাটাগরি তে কাজ করে আয় করা সম্ভব। যেখানে কেউ একটি ক্যাটাগরির কাজ শিখে আয় করতে পারে। লেখা এবং অনুবাদ একটা সেক্টর যেখানে কেউ কাজ শিখে অফলাইন/বাস্তবিক কাজ করে আয় করতে পারে এবং একই সাথে অনলাইনেও আয় করতে পারে।
লেখা এবং অনুবাদ দিয়ে আয় করার উপায়ঃ
- নিজের ওয়েবসাইট/ব্লগে লিখে
- ফ্রীল্যান্স মার্কেট থেকে লেখার জব নিয়ে (সবচেয়ে জনপ্রিয়)
- ম্যাগাজিন/কন্টেন্ট সাইটে লিখে আয়
- অনলাইনে বই পাব্লিশ করে
চলুন লেখা এবং অনুবাদ থেকে আয় করার উল্লেখযোগ্য ক্যাটাগরি গুলো জেনে নেই তাহলে ধারণাটি পরিষ্কার হবে।
- ট্রান্সলেশন
- ট্রান্সস্ক্রিপ্ট
- প্রুফ রিডিং এডিটিং
- ব্লগ পোস্ট
- আর্টিকল
- রিজিউমি এবং কভার লেটার
- প্রোডাক্ট ডেস্ক্রিপশন
- রিসার্চ এবং সামারি
- ওয়েবসাইট কন্টেন্ট
- স্ক্রিপ্ট রাইটিং
- ক্রিয়েটিভ রাইটিং
- বুক রাইটিং
- ইমেইল রাইটিং
- স্যোসাল মিডিয়া রাইটিং
উপরোক্ত ক্যাটাগরি ছাড়াও অনেক ক্যাটাগরি রয়েছে। এই সকল ক্যাটাগরির যেকোন একটি বা একাদিক ক্যাটাগরির কাজ শিখে অনলাইনে আয় করা যায়।
(আমি একজন ডিজিটাল মার্কেটার এবং কন্টেন্ট ক্রিয়েটর, আমি ওয়েবাসাইট কন্টেন্ট / ব্লগ লিখে আয় করি।)
উপরিউক্ত কাজ শিখে অনলাইনে একাদিক উপায় আয় করা সম্ভব। যেমন ব্লগ পোস্ট বা আর্টিকল লিখা শিখে নিজের ওয়বেসাইট বা ব্লগ থেকে আয় করতে পারেন অথবা ফ্রীল্যান্স মার্কেটে কাজ করে আয় করতে পারেন অথবা ব্লগ রাইটিং পদে চাকরি করে আয় করতে পারেন। এখানে মজার বিষয় হচ্ছে আপনি একি সাথে ব্লগ থেকে এবং ফ্রীল্যান্স মার্কেট থেকে আয় করতে পারেন।
(প্রো টিপঃ অনলাইনে আয় সহজ কিন্তু চ্যালেঞ্জিং তাই অনলাইনে আয় করার জন্য একটি সেক্টরে কাজ শিখে অভিজ্ঞতা অর্জন এবং সময়ের সাথে আপডেট থাকতে হয় তাই। যেমন নতুন হিসেবে ব্লগ/আর্টিকল লিখে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং সময়ের সাথে আপডেট থাকতে হবে এবং আয় করার জন্য মার্কেটপ্লেস বা নিজ ব্লগ বা জবের যেকোন একটি বেছে নেওয়া যেতে পারে।)
nice