অনলাইনে ইনকাম করার জন্য কি কি প্রয়োজন এমন প্রশ্ন হাজারো জনের রয়েছে।
অনলাইনে ইনকামের জন্য কি প্রয়োজন
অনলাইন আয়ের জন্য বা ফ্রীল্যান্সিং এর জন্য অনেক কিছুর প্রয়োজন হতে পারে তবে সহজ কথায় অনলাইনে আয়ের জন্য তিনটি বিষয় প্রয়োজন।
১. কম্পিউটার/ডিভাইস
২. ইন্টারনেট কানেকশন
৩. কাজের দক্ষতা
চলুন বিস্তারিত জানা যাক,
১. কম্পিউটার/ডিভাইস
অনলাইনে কাজ বা ফ্রীল্যান্সিং এর জন্য প্রথম প্রয়োজন একটি ডিভাইস। অনলাইন কাজের জন্য উপযুক্ত ডিভাইস ভিন্ন হতে পারে যেমন কম্পিউটার, মোবাইল ইত্যাদি।
কমন একটি প্রশ্ন হচ্ছে মোবাইল দিয়ে অনলাইনে আয় করা যায় কিনা?
মোবাইল দিয়ে অনলাইনে আয় করা যায় তবে বিশেষ কিছু করা যাবে মোবাইল দিয়ে। এখানে সহজ উত্তর হচ্ছে আপনার দক্ষতা এবং প্রবল ইচ্ছাশক্তি থাকলে তবেই মোবাইল দিয়ে আয় করতে পারবেন।
সাধারণত অনলাইনে কাজ বা আয়ের জন্য একটি কম্পিউটার এবং মোবাইল থাকা দরকার। কাজভেদে কম্পিউটার বা মোবাইল এর কনিফিগারেশন আলাদা হবে। প্রথমত সাধারণ অনলাইন কাজের জন্য সাধারণ কম্পিউটার দরকার। কম্পিউটার হিসেবে ল্যাপটপ, ডেস্কটপ যেকোনটাই ব্যবহার করা যেতে পারে।
আমাদের দেশে প্রচুর রিফারবিশড কম্পিউটার আছে এবং বাজেট থাকায় অনেকেই এইসকল কম্পিউটার কিনে এবং ব্যবহার করে অনলাইনে আয় করতে চাই। কম্পিউটার কনফিগারেশন বিষয়টি জটিল তাই আলাদা পোস্টে নতুনদের জন্য কম্পিউটার গাইডলাইন শেয়ার করবো যাতে করে পরবর্তিতে কোন সমস্যা না হয়।
অনলাইন কাজ বা ফ্রীল্যান্সিং এর জন্য যেকোন কম্পিউটার হলেই হবে তবে দ্রুত এবং ভালো ফলাফলের জন্য সর্বশেষ ভার্সনের কম্পিউটারের প্রয়োজন। যেমন লেখা ও ট্রান্সলেট বা এই জাতীয় কাজের জন্য একটি সাধারণ কম্পিউটার (intel core i3 or equivalent AMD or equivalent Apple) যথেষ্ঠ। আবার ভিডিও এডিটিং বা এন্ড্রয়েড ডেভেলপিং এর জন্য উচ্চ মানের কম্পিউটার (intel core i5 or equivalent AMD) এবং উচ্চগতির র্যাম (16+GB) এবং গ্রাফিক্স কার্ড (nVidia 1650 or equivalent AMD or equivalent intel) প্রয়োজন।
(উপরিউক্ত কনফিগারেশন গুলো মিনিমাম কনফিগারেশন, আমরা আলাদা পোস্টে কোন কাজের জন্য কেমন কনফিগারেশন প্রয়োজন এবং মিনিমাম ও রিকোমেন্ডেড কনফিগারেশন শেয়ার করেছি)
তবে প্রথম শর্ত হচ্ছে একটি কম্পিউটার বা ডিভাইস থাকা প্রয়োজন।
২. ইন্টারনেট কানেকশন
অনলাইন আয়ের জন্য স্ট্যাবল ইন্টারনেট কানেকশন প্রয়োজন। ইন্টারনেট কানেকশন হিসেবে ব্রডব্যান্ড, ডি এস এল, বা মোবাইল নেটওয়ার্ক যথেষ্ট। সাধারণ কাজের জন্য ৫ মেগাবাইট ব্যান্ডউইডথ বা ৪জি ইন্টারনেট যথেষ্ট। তবে বিশেষ কাজ যেমন গেমিং এর জন্য লো লেটেন্সি আর আর স্ট্রিমিং এর জন্য উচ্চগতির ব্রডব্যান্ড বা ৫জি ইন্টারনেট প্রয়োজন। অর্থাৎ ইন্টারনেটের গতি কত প্রয়োজন তা কাজের উপর নির্ভর করে।
তবে দ্বিতীয় শর্ত হচ্ছে ইন্টারনেট কানেকশন থাকা প্রয়োজন।
৩. কাজের দক্ষতা
অনলাইনে আয় বা ফ্রীল্যান্সিং থেকে আয় করার জন্য নির্দিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে। দক্ষতা অর্জনের জন্য প্রথমে একটি অনলাইন সেক্টরের একটি কাজ নির্বাচন করতে হবে সেই কাজ শিখে দক্ষতা অর্জন করতে হবে।
(প্রো টিপঃ অনলাইনে আয় একটি সহজ মাধ্যম হওয়ায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তাই চ্যালেঞ্জ মোকাবেলা করে আয় করার জন্য মেন্টরশিপ নিলে দ্রুত আয় সম্ভব হয় এবং সফলতার পাওয়া সম্ভব। যদিও বাংলাদেশে এই মেন্টরশিপ পাওয়া দূর্লভ এবং অনেক প্রফেশনালসরা নিজেদের কাজ বা আয় নিয়ে ব্যস্ত। এই সুযোগে অনেক অসাধু ব্যক্তি বা চক্র অনলাইনে আয়/কোর্স/প্রোগ্রাম/ ইত্যাদি দ্বারা নতুনদের আকৃষ্ট করে এবং চাতুরি করে টাকা আয় করে। অভিজ্ঞতা নেই বা অদক্ষ এবং চতুর ব্যক্তি/প্রতিষ্ঠান থেকে সাবধান থাকতে হবে। আমাদের বিভিন্ন ক্যাটাগরির পোস্টগুলো অনুসরণ করলে আপনার অনলাইন যাত্রা নিরাপদ হবে।)
এবং তৃতীয় শর্ত হচ্ছে নির্দিষ্ট কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
এছাড়া বাড়তি শর্ত হিসেবে পেমেন্ট গ্রহণ করার মাধ্যম থাকা প্রয়োজন। পেমেন্ট গহণের মাধ্যম হচ্ছে ব্যাংক ও ই-ওয়ালেট। ব্যাংক বা ই-ওয়ালেট একাউন্ট করার জন্য ছবিসহ আইডি এবং প্রয়োজনীয় কাগজপত্র যথেষ্ঠ। অনলাইন থেকে ডলার কারেন্সিতে পেমেন্ট করা হয় এবং বাংলাদেশ থেকে টাকায় গ্রহণ করতে হয়।